আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান। নেত্রকোনায় বিএনপির সাবেক পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইদুর রহমান তার অর্ধশতাধিক কর্মী-সমর্থককে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত এক পথসভায় এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন নেত্রকোনা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক বিভাগের সহ-সভাপতি মো. শাজাহান কবির, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো....