ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন অনেকটাই ‘কাজীর গরু’র মতো। কাগজে-কলমে ব্যাপক আলোচনা হলেও মাঠের খেলায় তার ছিটেফোঁটাও দেখা যায় না! যার সর্বশেষ উদাহরণ চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচটি। ম্যাচের আগে কত আলোচনা আর কথার লড়াই, কিন্তু মাঠের খেলায় ভারতের কাছে পাত্তা পেলেন না সালমান আলী আঘারা। দুবাইয়ে ওই ম্যাচে পাকিস্তানকে ১২৭ রানে আটকে দিয়ে সুরিয়াকুমার ইয়াদভরা ম্যাচটা জিতে নেন ইনিংসের ২৫ বল আর ৭ উইকেট হাতে রেখে। ম্যাচটা একপেশে হলেও ম্যাচের পর আবার জমে ওঠে কথার লড়াই। পাশাপাশি গত কয়েকদিনে ঘটে যাওয়া নানান পরিস্থিতিতে আবারও আলোচনার তুঙ্গে উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের সুপার ফোরের ম্যাচে আজ আবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুদল। তা শুধু কি মুখে, নাকি এবার মাঠেও ভারতের সঙ্গে পাল্লা দেবে পাকিস্তান? ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে পাকিস্তান কতটা পিছিয়ে,...