শেখ হাসিনা সরকারের মন্ত্রী-সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি সরকারি বিভিন্ন দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নিলামে সঠিক মূল্য না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব গাড়ির পাঁচটি কিনে নিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তাঁরা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর মন্ত্রী-এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৫১টি গাড়ি চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব গাড়ির মাত্র সাতটি গাড়ি শুল্ক দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। বাকি ৪৪টি গাড়ি দুই দফায় নিলামে তোলে কাস্টম হাউস। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, দুই দফা নিলামে প্রায় ৯ কোটি টাকা দামের গাড়ির দর ওঠে মাত্র ১ লাখ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত। এর পরই নিলাম বাতিল করে কর্তৃপক্ষ। এসব বিলাসবহুল গাড়ির ৩০টি...