বৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৭-২৮ সেপ্টেম্বর বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে। বৃষ্টিপাতের সঙ্গে আকাশের গুমোট ভাবের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। বৃষ্টির পর আকাশের গুমোট ভাব কিছুটা কমতে পারে।কেন এমন আবহাওয়া?ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিসআবহাওয়াবিদদের মতে, আজকের ঘোলাটে ও গুমোট আবহাওয়ার পেছনে রয়েছে একাধিক কারণ। এগুলো হলো :নিচু স্তরের মেঘ (লো ক্লাউড) :সকালে আকাশে নিচু স্তরের মেঘ জমায় আকাশ ঘোলাটে ও স্যাঁতসেঁতে দেখায়।বায়ুদূষণ :বাতাসে দূষণের মাত্রা বেশি থাকায় আকাশ স্বচ্ছ না হয়ে ধোঁয়াটে হয়ে থাকে।উচ্চ আর্দ্রতা :বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গুমোট ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, এখন মৌসুমি বায়ুর ক্রান্তিকাল চলছে। এই সময়ে এমন রোদ, মেঘ আর হালকা বৃষ্টির মিশ্র আবহাওয়া স্বাভাবিক। তবে আজকের ঘোলাটে আবহাওয়ায় বায়ুদূষণের প্রভাব...