ঢাকার গণপরিবহনে স্বস্তি এনে দেওয়া মেট্রোরেলে যাত্রীর ভিড় বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ এতে যাতায়াত করছেন। বিশেষ দিনে সংখ্যাটি সাড়ে চার লাখ ছাড়িয়ে যায়। এই বাড়তি চাপ সামলাতে শিগগিরই এমআরটি লাইন-৬-এ আরও দশ ট্রিপ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সময়সূচি অনুযায়ী, রাত দশটার পরও ট্রেন চলবে। ডিএমটিসিএলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সকাল সাড়ে ছয়টায় ‘সুইপিং ট্রেন’ দিয়ে দিনের যাত্রা শুরু হবে। এতে শুধু এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীরা উঠতে পারবেন। এরপর সকাল সাতটা থেকে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সাতটা দশ মিনিটে, মতিঝিল থেকে ছাড়ে সাড়ে সাতটায়। রাতের শেষ ট্রেনের সময়ও বাড়ানো হচ্ছে। এখন উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়ে রাত নয়টায়, মতিঝিল থেকে ছাড়ে...