সৌদি প্রো লিগের মঞ্চে দুর্দান্ত এক জয় পেল আল নাসর। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আল নাসর ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল রিয়াদকে।ম্যাচের মাত্র ছয় মিনিটেই এগিয়ে যায় আল নাসর। বাঁ দিক দিয়ে দৌড়ে উঠে কিংসলে কোমান দারুণ এক নিচু ক্রস বাড়ান। আর ফেলিক্স ঠান্ডা মাথায় বল জালে পাঠান। প্রথম গোল হজম করার পর নিজেদের ভুলে আবারও বিপদে পড়ে রিয়াদ। বল কেড়ে নিয়ে কোমান দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠান জালে। ২-০ গোলে এগিয়ে যায় আল নাসর।দ্বিতীয় গোলের ৩ মিনিট পরই রোনালদো গোল করেন। দ্বিতীয়ার্ধের আক্রমণ অব্যাহত রাখে আল নাসর। ম্যাচের ৪৮ মিনিটে রোনালদো আলতো একটি পাস বাড়ান বক্সের ভেতর। ফেলিক্স নিখুঁত নিয়ন্ত্রণে নিয়ে বল জালে পাঠান।৬২ মিনিটে...