লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর ইন্টার মায়ামির দারুণ জয় যেন সমার্থক। আরও একটি ম্যাচে জ্বলে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা। নিজে করলেন দুটি গোল, বানিয়ে দিলেন আরও একটি। লিগে গোলের তালিকায় পৌঁছে গেলেন সবার ওপরে। অধিনায়কের অসাধারণ পারফরম্যান্সে প্লেঅফের কাছাকাঠি পৌঁছে গেল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে ডি.সি. ইউনাইটেডকে ৩-২ গোলে হারাল ইন্টার মায়ামি। মেসির সহায়তায় তাদেও আইয়েন্দে মায়ামিকে এগিয়ে নেন প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন মায়ামি দলপতি নিজেই। তার দুই গোলের ফাঁকে একটি পেনাল্টি পেয়েছিল মায়ামি। মেসি নিজে না নিয়ে এগিয়ে দেন তরুণ আর্জেন্টাইন ফুটবলার মাতেও সিলভেতিকে। তবে মায়ামির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ১৯ বছর বয়সী উইঙ্গার পারেননি সুযোগ কাজে লাগাতে। মেসি নিজে শট নিলে হয়তো হ্যাটট্রিক হতে পারত তার। হ্যাটট্রিক না হলেও ২২ ম্যাচ ২২ গোল করে লিগের গোল্ডেন...