ভারতের ক্রিকেট অঙ্গনে চমক তৈরি হয়েছে সাবেক দিল্লি ব্যাটার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটিং পরামর্শদাতা মিঠুন মানহাসকে নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআই–এর পরবর্তী সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন এই জম্মু-কাশ্মীরের এই সাবেক আইপিএল তারকা। সৌরভ গাঙ্গুলি, হরভজন সিংয়ের মতো নামও আলোচনায় থাকলেও জম্মু-কাশ্মীরের এই সাবেক তারকাকেই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। বিসিসিআই’র সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ ২১ সেপ্টেম্বর) আর নির্বাচন হবে ২৮ সেপ্টেম্বর। ৪৫ বছর বয়সী মিঠুন মানহাস ভারতের ক্রিকেট ইতিহাসের ‘দুর্ভাগা’ প্রতিভাদের একজন। ১৯৯৭/৯৮ মৌসুমে দিল্লির হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার। তবে সেই সময় দলে শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড়দের মতো তারকার ভিড়ে জাতীয় দলে জায়গা পাননি তিনি। তবুও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে। দিল্লির অধিনায়ক হিসেবেও...