
ক্রিকেটপাড়ায় মিঠুন মানহাস নামটা খুবই অপরিচিত। আর অপরিচিত হওয়াটাই স্বাভাবিক। ভারতের জার্সি গায়ে একটা ম্যাচও খেলেননি তিনি। খেলোয়াড়ি জীবনে দিল্লির হয়ে প্রচুর রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। দিল্লির অধিনায়কত্বও করেছেন এই মিঠুন।ধারণা করা হচ্ছে, মিঠুন হতে যাচ্ছেন সভাপতি। রঘুরাম ভাট থাকবেন কোষাধ্যক্ষ পদে। আর সহসভাপতি হিসেবে থাকবেন রাজীব শুক্লা। আইপিএল প্রধান হয়তো অরুণ ধুমালই থাকছেন। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এমনটিই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি, হরভজন সিংয়ের নামও উঠেছিল। তবে আপাতত এটুকু বলা যায় যে, সব ঠিক থাকলে বোর্ড সভাপতি হচ্ছেন মিঠুন মানহাসই।সুপার ফোর থেকে ফাইনালের দুই দল বাছাই হবে যেভাবে ধারণা করা হচ্ছে, মিঠুন হতে যাচ্ছেন সভাপতি। রঘুরাম ভাট থাকবেন কোষাধ্যক্ষ পদে। আর সহসভাপতি হিসেবে থাকবেন রাজীব শুক্লা। আইপিএল প্রধান হয়তো অরুণ ধুমালই থাকছেন। আনুষ্ঠানিক ঘোষণা না...