স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই। এর আগে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দু’দলের। ঐ ম্যাচে জয় পেয়েছিল ভারত। পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে ভারতের কাছে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। গত সপ্তাহে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে ক্রিকেট অঙ্গনে বির্তক তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘ক্রিকেট এবং রাজনীতি এক সাথে চলতে পারে না। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে এই সঙ্কট শুরু হয়েছে।’ হাত না মেলানোর বির্তকের মাঝেই...