সন্দেহ আর অবিশ্বাসের শিকার হয়েছিলেন তিনি। দেশ থেকে বহু দূরে মস্কোতে গুলি করে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর। এর ১৯ বছর পর ১৯৫৭ সালে রাশিয়ার সর্বোচ্চ সামরিক আদালত সেই বিচারকে ভুল বলে ঘোষণা করে তাঁকে দিয়েছিলেন মরণোত্তর স্বীকৃতি। তিনি বাংলাদেশেরই এক বিপ্লবী গোলাম আম্বিয়া খান লুহানী। সাবেক সোভিয়েত ইউনিয়নে ভুল বিচারের শিকার গোলাম আম্বিয়া খান লুহানীর জীবন ও সংগ্রাম যেন রোমাঞ্চ কাহিনিকেও হার মানায়। সিরাজগঞ্জে ১৮৯২ সালের ২ ডিসেম্বরে জন্ম লুহানীর। তিনি ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করেন এবং ১৯১৪ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হন।সেখানে তিনি সোভিয়েত বিপ্লবে প্রভাবিত হন। প্যারিস, বার্লিন, জেনেভা ও মস্কোতে ভারতের মুক্তির জন্য কাজ করেন। স্তালিনের শাসনামলে তিনি মস্কোতে কাজ করছিলেন। সন্দেহজনক ব্যক্তি হিসেবে তাঁকে দোষী সাব্যস্ত...