শেষ ওভারের টানটান উত্তেজনায় শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে লিটন কুমার দাসের দল নিশ্চিত করেছে জয়। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। সাইফ হাসানের ৪৫ বলে ৬১ ও তাওহিদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস দলকে এগিয়ে নেয়। ম্যান অব দা ম্যাচ হন সাইফ। এর আগে শানাকার ৩৭ বলে ৬৪ রানে ভর করে ২০ ওভারে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। তবে মুস্তাফিজুর রহমান ২০ রান দিয়ে ৩ উইকেট ও শেখ মেহেদি হাসান ২৫ রানে ২ উইকেট নিয়ে থামিয়ে দেন লঙ্কানদের। শেষ ওভারে খানিক নাটক হলেও জাকের আলি ও নাসুম আহমেদের ব্যাটে আসে জয়ের রান। এই জয়ে বাংলাদেশের সুপার ফোর অভিযাত্রা শুরু হলো দারুণভাবে। শ্রীলঙ্কা:...