১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাপেক্স ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বাপেক্সের প্রচেষ্টায় বেশ কয়েকটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যা দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্পায়ন এবং দৈনন্দিন জ্বালানি চাহিদা মেটাতে সহায়ক হয়েছে। বাপেক্সের প্রধান কার্যক্রমগ্যাস ও তেল অনুসন্ধান, বাপেক্সের মূল কাজ হলো ভূগর্ভে প্রাকৃতিক গ্যাস ও তেলের সম্ভাব্য ক্ষেত্র খুঁজে বের করা। এজন্য তারা ভূকম্পন জরিপ (Seismic Survey), ম্যাগনেটিক সার্ভে, গ্র্যাভিটি সার্ভে ইত্যাদি পরিচালনা করে থাকে। সংগৃহীত ডেটা বিশ্লেষণ করে কোথায় কূপ খনন করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়। কূপ খনন ও গ্যাসক্ষেত্র উন্নয়ন, সম্ভাব্য স্থানে অনুসন্ধান সফল হলে সেখানে কূপ খনন করা হয়। খননের মাধ্যমে গ্যাস মজুদের পরিমাণ, চাপ ও গুণগত মান যাচাই করা হয়। পরবর্তীতে সেই গ্যাসক্ষেত্রকে উন্নয়ন করে...