আঞ্চলিক সাংস্কৃতিক সংহতি অনুষ্ঠানে অংশ নিতে গানের দল ‘সমগীত’ যাচ্ছে ব্যাংকক এবং ম্যানিলায়। ‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ’ এর ৩০তম বর্ষপূর্তি এবং ‘এশিয়ান সাংস্কৃতিক সংহতি' বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবে দলটি। ‘সমগীত’ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার দেশ ছাড়ছে তারা। এই সফরে দলের ছয় সদস্য অংশ নিয়েছেন। তারা হলেন- অমল আকাশ, বীথি ঘোষ, অর্ক সুমন, সরফুদ্দিন রাব্বি, ফাহিম রহমান ও জয় দাস। ‘সমগীত’ বলছে, এই অনুষ্ঠানমালার আয়োজক যৌথভাবে ‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথ’ এবং ‘এশিয়ান মিউজিক ফর পিপল’স পিস অ্যান্ড প্রগ্রেস’। ‘ফোকাস অন দ্য গ্লোবাল সাউথের’ ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠানটি হবে ২৫ সেপ্টেম্বর ব্যাংককের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ‘সমগীতকে’ আমন্ত্রণ জানানো হয়েছে। ‘সমগীতের’ পরিবেশনার মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন হবে এবং এই দলটির গান পরিবেশনের মধ্য দিয়েই আয়োজনের সমাপ্তি হবে। এর...