পাবনার বেড়া উপজেলার নাকালিয়ার বাসিন্দা ধনঞ্জয় পাল। ৪০ বছর ধরে পাবনার বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরি করেন তিনি। এবছরও কারিগরসহ ৬ জন লেবার নিয়ে ৯টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ করছেন। তার বানানো সর্বোচ্চ ব্যয়ের প্রতিমার বাজেট ১ লাখ টাকা। পাবনা শহরের পাথরতলার রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের জন্য এ প্রতিমাটি বানানো হয়েছে। এখন বাকি রঙ ও ফিনিশিংয়ের কাজ। একই অবস্থা বাকি ৮টি প্রতিমার ক্ষেত্রেও। দুর্গাপূজাকে সামনে রেখে প্রায় আড়াই মাস ধরে চলা তাদের ব্যস্ততার এবার বিদায় নেওয়ার পালা। এসময় পারিশ্রমিকে খুশি হওয়ার কথাও তাদের। কিন্তু সেই খুশির ছাপ নেই তাদের মুখে। উল্টো শোনা গেলো অসহায়ত্বের গল্প। ধনঞ্জয় পাল জানান, আগের মতো লাভ নেই প্রতিমা তৈরিতে। দিন দিন মণ্ডপগুলোর বাজেট কমছে। তুলনামূলক সুনিপূণ কারুকাজ না হলেও কম বাজেটে পূজা সম্পন্ন করাটাই যেনো মূল বিষয়...