চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে রোববার (২১ সেপ্টেম্বর)। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে ৯৩১ জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে কেন্দ্র সংসদে বিভিন্ন পদে ৪২৯ জন মনোনয়নপত্র জমা দেন। যা মধ্যে ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বইছে। ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্তত ১২টি প্যানেল ঘোষণা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার...