বলিউডের পর্দায় একযুগেরও বেশি সময় ধরে নিজের উপস্থিতি দিয়ে যিনি আলো ছড়াচ্ছেন, তিনি কারিনা কাপুর খান। আজ তার জন্মদিন। এই দিনটিকে ঘিরে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। কারিনা শুধু একজন সফল অভিনেত্রীই নন, তিনি একাধারে ট্রেন্ডসেটার, ফ্যাশন আইকন ও শক্তিশালী এক নারীর প্রতীক। তার অভিনয়, চরিত্র বাছাই কিংবা ফ্যাশন সেন্স সবকিছুতেই রয়েছে এক ভিন্ন মাত্রা। ছবি: কারিনা কাপুরের ইনস্টাগ্রাম থেকে কারিনা কাপুরের চলচ্চিত্রজীবনের শুরু ২০০০ সালে রিফিউজি দিয়ে। তবে অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন। কাভি খুশি কভি গম, জব উই মেট, চামেলি, ওমকারা, তলাশ, হিরোইন কিংবা গুড নিউজ-প্রতিটি ছবিতেই তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। তিনি কেবল বাণিজ্যিক সিনেমার নায়িকা হয়ে থাকতে চাননি, বরং চ্যালেঞ্জিং চরিত্রেও নিজেকে প্রমাণ করেছেন। চামেলি ছবির যৌনকর্মীর চরিত্র কিংবা ওমকারার ডলি মিশ্র-সবখানেই...