লিওনেল মেসি দুর্দান্ত নৈপুণ্যে দুই গোল এবং একটি অ্যাসিস্ট উপহার দিয়ে ইন্টার মায়ামিকে ৩-২ ব্যবধানে জয়ের পথ দেখালেন ডিসি ইউনাইটেডের বিপক্ষে। এই জোড়া গোলের মাধ্যমে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২২-এ, যা তাকে এমএলএস গোল্ডেন বুট তালিকার শীর্ষে তুলেছে। আজ (বাংলাদেশ সময় ভোরে) মায়ামির হয়ে প্রথম গোল করেন তাদেও আলেন্দে। পরের দুই গোল আসে মেসির পা থেকে। এর ফলে জুলাইয়ের মাঝামাঝি টানা তিন ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো আবারও লিগে টানা দ্বিতীয় জয় পেল ডেভিড বেকহ্যামের ক্লাব। ৫২ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্স টেবিলের পঞ্চম স্থানে। ডিসির হয়ে ক্রিশ্চিয়ান বেনটেকে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। বদলি হিসেবে নেমে ম্যাচের শেষদিকে জ্যাকব মুরেল...