গ্রুপ পর্বে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। হারের কারণ হিসেবে শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা বলেছেন, তাদের রান কিছুটা কম হয়েছে। অবশ্য এর জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কৃতিত্ব দিয়েছেন শানাকা। শ্রীলঙ্কা করে ১৬৮ রান। ৬৪ রানের ইনিংস খেলা শানাকা সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা মোমেন্টাম পেয়েছিলাম। তবে চারিথ (আসালাঙ্কা) আউট হওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি। বিশেষ করে ফিজ ও তাসকিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে। আমরা ১৮০ রান আশা করেছি, সেই তুলনায় একটু কম হয়ে গেছে।' মোস্তাফিজ ৪ ওভারে...