ফিলিপাইনে ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে রোববার রাজধানী ম্যানিলায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়। প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার অপচয়ের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ। এ অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, কাগজে-কলমে থাকা তথাকথিত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো বাস্তবে কখনোই নির্মিত হয়নি। স্থানীয়ভাবে এগুলোকে বলা হচ্ছে ‘ঘোস্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট’। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়র জুলাই মাসে জাতির উদ্দেশে ভাষণে প্রথম এই ভুয়া প্রকল্পগুলোকে গুরুত্বের সঙ্গে সামনে আনেন। তার ওই বক্তব্যের আগের কয়েক সপ্তাহে দেশটিতে ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটে। সোমবার এক বিবৃতিতে মারকোস বলেন, জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এতে তিনি কোনো আপত্তি দেখছেন...