নড়াইলের লোহাগড়া উপজেলায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা ও কামারগ্রামে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরুশুনা ও কামারগ্রাম এর লোকজন দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। এর জেরে শনিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুইগ্রামের লোকজনের সমন্বয়ে সৃষ্ট দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর...