যুক্তরাষ্ট্র সিরীয় নাগরিকদের জন্য দেওয়া অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস-টিপিএস) বাতিল করেছে। এর ফলে দেশটিতে অবস্থানরত সিরিয়ান অভিবাসীদের আগামী ৬০ দিনের মধ্যে দেশত্যাগ করতে হবে, অন্যথায় গ্রেপ্তার ও বহিষ্কারের মুখে পড়বেন তারা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত ফেডারেল রেজিস্টার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।আরো পড়ুন:বেদুইন-দ্রুজ সংঘাত দমনে হিমশিম খাচ্ছে সিরিয়াসিরিয়ার প্রেসিডেন্ট শারাকে বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার প্রেসিডেন্ট শারাকে বিশ্বাস করি না: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকললিন এক বিবৃতিতে বলেন, সিরিয়ায় এমন পরিস্থিতি নেই যে তাদের নাগরিকরা দেশে ফিরতে পারবে না। তিনি বলেন, কয়েক দশক ধরে সিরিয়া সন্ত্রাসবাদ ও চরমপন্থার আঁতুর ঘরে পরিণত হয়েছে। তাই, সিরীয়দের যুক্তরাষ্ট্রে আরো অবস্থান করতে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থি। বিবৃতিতে আরো বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার...