বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ১৭২। এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। রোববার (২১ সেপ্টেম্বর) মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর এই তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ১৮৮। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ১৬৭। চতুর্থ স্থানে থাকা কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৫৮। পঞ্চম স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৫৭। ষষ্ঠ স্থানের রয়েছে ইরানের তেহরান, স্কোর ১৪৫। প্রসঙ্গত, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।...