ঝালকাঠিতে শামিম হোসেন জয় নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁদকাঠি এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে একটি চিরকুট পেয়েছে।আরো পড়ুন:ভাড়া বাসায় রাশিয়ার নাগরিকের মরদেহএয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নেওয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় নেওয়া হলো খুবি শিক্ষার্থীর মরদেহ মারা যাওয়া শামিম জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে। তিনি ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন। উদ্ধার হওয়া চিরকুট লেখা রয়েছে, “আমার শরীরে যে রোগ বাসা বেধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য। শরীরের কষ্ট, মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তাই সব কিছু ভেবেচিন্তে আত্মহত্যার...