বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৪৫ জন। আর গত আট মাসে প্রাণ হারান ১২২ জন। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নিতে হবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বাসাবো থেকে আসা এক দম্পতি। তাঁরা জানালেন, গর্ভবতী স্ত্রীর প্লাটিলেট কমতে থাকায় দুঃশ্চিন্তা বেড়েছে। হাসপাতালে আসা অন্য রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক রোগী ঢাকার বাইরে থেকে এসেছেন। চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন,...