দুই ম্যাচ বিরতি দিয়ে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে গত ম্যাচে ইন্টার মিয়ামি জার্সিতে গোলে ফিরেছিলেন লিওনেল মেসি। দিন চারেক ব্যবধানে আবারও দেখা গেল মেসি ঝলক। জোড়া গোলের সঙ্গে সতীর্থকে দিয়ে করিয়েছেন এক গোল। মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয়ও পেয়েছে মিয়ামি। মিয়ামির মাঠ চেজ স্টেডিয়ামে রোববার ভোরে ডিসি ইউনাইটেডের সঙ্গে ৩-২ ব্যবধানে জিতেছে মিয়ামি। ম্যাচজুড়ে ৬৩ শতাংশ সময় মেসিদের দখলের ছিল বল। গোলের জন্য নেয়া ১৭ শটের মধ্যে লক্ষ্যে ছিল ৭তি। বিপরীতে ইউনাইটেডের ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল ছয়টি। প্রথমার্ধের ৩৫ মিনিটে তাদেও আলেন্দের গোলে লিড পায় হাভিয়ের মাশ্চেরানোর দল। নিজেদের অর্ধ থেকে দূরপাল্লার পাস বাড়ান মেসি, যা নিয়ে ইউনাইটেড বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান আলেন্দে। মিয়ামিতে প্রথম বছরে এটি আর্জেন্টাইন মিডফিল্ডারের অষ্টম গোল। অন্যদিকে, এমএলএসের চলতি...