নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি বড় ব্যাংক গঠনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত দুর্বল অর্থনৈতিক ভিত্তি, খেলাপি ঋণের বেড়ে যাওয়া এবং পরিচালনায় অনিয়মের কারণে এসব ব্যাংককে একীভূত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই একীভূতকরণ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আমানতকারীদের অর্থের নিরাপত্তা। বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ার মধ্যেও আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে একটি বিশেষ পেমেন্ট স্কিম চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচটি ব্যাংকে বর্তমানে মোট ১ লাখ ৫২ হাজার কোটি টাকা আমানত রয়েছে। এর বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে প্রায় ২ লাখ কোটি টাকা।সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো—এই বিপুল পরিমাণ আমানতের মধ্যে ৪৬ হাজার কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানত। কেন্দ্রীয় ব্যাংক...