জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট জেরা রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হচ্ছে। এ জেরার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের শেষ ধাপ পূর্ণ হবে। বিচারিক প্যানেলটির চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাহিদ ইসলামের জেরা পরিচালনা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। এর আগে ১৮ সেপ্টেম্বর তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষে বিরতি দেয়া হয়। এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষে ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, সহিদুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশীদ। নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যা ও হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। এ মামলায় এখন পর্যন্ত ৪৭ জন...