রাশিয়া প্রায় অর্ধশত মিসাইল আর ৬শ ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। বিমান হামলার শিকার হয়েছে দেশটির ৯ অঞ্চল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বড় ধরনের হামলার টার্গেট হয়েছে খারকিভ, ওডেসা, সুমি। এ সময় তিনজন মারা গেছেন। আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আবারও ভয়াবহ রূপ নিয়েছে। একে অন্যের ওপর পাল্টাপাল্টি আক্রমণ করেছে দেশদুটি। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, এ অভিযানে মোট ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। অন্যদিকে নির্ভুল অস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী মূলত সামরিক ও শিল্প স্থাপনায় আঘাত হেনেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে রাশিয়ার একটি...