সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল দুবাইয়ের মাঠে খেলতে নামে বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নামে টাইগাররা। তবেতানজিদ হাসানদুই বলে শূন্য করে ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে হাল ধরেন সাইফ। দেখে শুনে খেলতে থাকেন। খেলেন একটি গোছানো ইনিংস। ৩৬ বলে তুলে নেন ফিফটি। লিটনকে নিয়ে করেন ৩৪ বলে ৫৯ রানের জুটি। লিটন ১৬ বলে ২৩ রান করে ফিরলে হৃদয়ের সঙ্গে ৪৫ বলে ৫৪ রানের জুটি গড়েন সাইফ। ২টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৬১ রানের গোছানো ইনিংস খেলেন সাইফ। সাইফ পেলেন ম্যাচসেরা পুরস্কার বাবদ পাচ হাজার ডলার। এদিকে ম্যাচের চতুর্থ উইকেটে খেলতে নামেন তাওহীদ হৃদয়, ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। মাঠে নেমে সাইফের সঙ্গে দেখে শুনে খেলতে থাকেন হৃদয়ও। দুজনে গড়েন ৪৫ বলে ৫৪ রানের...