সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহালয়া আজ রোববার (২১ সেপ্টেম্বর) । শারদীয় দুর্গাপূজার সূচনা হিসেবে বিবেচিত এই দিনে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। মূলত আজ থেকেই শুরু হয় দুর্গাপূজার দিন গণনা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে মহালয়া উপলক্ষে সকাল থেকেই চলছে চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় পূজা মণ্ডপের। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, জগন্নাথ হল, বরদেশ্বরী কালীমাতা মন্দির, সিদ্ধেশ্বরী, রমনা কালী মন্দিরসহ নানা স্থানে পালিত হচ্ছে পূজার নানা আনুষ্ঠানিকতা। পুরাণ মতে, এই দিনেই দশভুজা দেবী দুর্গার আবির্ভাব ঘটে এবং তিনি মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে সৃষ্টি হন মহামায়া, যিনি নয়দিন যুদ্ধ শেষে দানব মহিষাসুরকে পরাজিত...