রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা স্থগিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গভীর রাতে হলে ফিরে যান। শনিবার ২০ সেপ্টেম্বর রাত একটার দিকে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের পক্ষ থেকে পোষ্য কোটা স্থগিতের এ নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা এবং কোটা বহালের দাবিতে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউন আজ শুরু হয়েছে। দাবি মানা না...