পুরান ঢাকার বুক জুড়ে দাঁড়িয়ে আছে নারিন্দার ওয়ারী খ্রিষ্টান সেমেট্রি। ঢাকার বহুবর্ণ ইতিহাসের নীরব সাক্ষী এটি। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শতবর্ষ প্রাচীন কলম্বো সাহেব সমাধি ও মুরিশ গেটওয়ের পুনর্নির্মাণ প্রকল্প যখন উদ্বোধন করা হয় তখন এই সেমেট্রি ঐতিহ্য ও সংস্কৃতির মিলনস্থলে পরিণত হয়। ওয়ারী খ্রিষ্টান সেমেট্রি বোর্ডের উদ্যোগে এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর সেমেট্রিজ ইন সাউথ এশিয়া (বিএসিএসএ) ও কমনওয়েলথ হেরিটেজ ফাউন্ডেশন (সিএইচএফ)-এর সহযোগিতায় সম্পন্ন এই প্রকল্প এটাই নতুন করে স্মরণ করিয়ে দিলো যে, অতীতের এই সৌধ কেবল পাথর আর ইট নয়, এগুলোই যেন একেকটি সভ্যতার আত্মকথা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক। আরও উপস্থিত ছিলেন বহু আন্তর্জাতিক ও স্থানীয় অতিথি। সভাপতির বক্তব্যে আর্চবিশপ...