গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩১টি মাদক মামলার আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার বিকালে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। গ্রেপ্তার নবীর শিকদার (৩৫) দক্ষিণ কুশলী গ্রামের মো. ফায়েজুর শিকদারের ছেলে। এসআই মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নবীরকে গ্রেপ্তার করতে শনিবার বিকালে দক্ষিণ কুশলী গ্রামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তখন তাকে গ্রেপ্তারের তল্লাশি করে ৫৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়াসহ...