শনিবার (২০ সেপ্টেম্বর) কয়েকশো নেতাকর্মী নিয়ে গণমিছিল করেছে বিএনপি। উপজেলা পৌর শহরে এই গণমিছিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে মিছিলে অংশ নেয় উপজেলার প্রায় কয়েকশো নেতাকর্মী। দীর্ঘদিন পর দলের কর্মকাণ্ড গতিশীল হওয়ায় খুশি তৃণমূলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে গণমিছিলের পর অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনা ও অবহেলার শিকার। উন্নয়নের নামে সরকারি সম্পদ লুটপাট, অবকাঠামোগত অনিয়ম ও বৈষম্যমূলক নীতির কারণে এই অঞ্চলের মানুষ আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, কৃষি ও...