মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা করেছেন, এইচ-১বি ভিসার ফি এক ধাক্কায় ১ হাজার ডলার থেকে বেড়ে হচ্ছে ১ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯ লাখ টাকা সমপরিমাণ। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামী লটারির সময় থেকে নতুন আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর হবে। যাদের ইতিমধ্যেই ভিসা রয়েছে বা নবীকরণ করতে হবে, তাদের জন্য বাড়তি চাপ থাকছে না। যুক্তরাষ্ট্র বলছে, মার্কিন কর্মীদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত। কিন্তু পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় পেশাজীবীদের উপর। ২০২৩ অর্থবর্ষে অনুমোদিত ৩ লাখ ৮৬ হাজার এইচ-১বি ভিসার মধ্যে ৭২ শতাংশই পেয়েছিলেন ভারতীয়রা। এই সিদ্ধান্তের পরপরই বিরোধী শিবির মোদিকে তীব্র আক্রমণ শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘ভারত একজন দুর্বল প্রধানমন্ত্রী পেয়েছে।’ তিনি ২০১৭ সালে দেওয়া নিজের টুইট আবার পোস্ট করে...