যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশের সরকারি ব্যয় এবং রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতির বিষয়টি তুলে এনেছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত ২০২৫ ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বলা হয়েছে, বাজেট প্রণয়ন ও সরকারি খাতের স্বচ্ছতায় বাংলাদেশ ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। এছাড়া প্রতিবেদন অনুসারে, নতুন সরকার আর্থিক খাতে কিছু সংস্কার কার্যক্রম শুরু করলেও, স্বচ্ছতার ক্ষেত্রে পূর্ণ সক্ষমতা অর্জিত হয়নি। রিপোর্টে মোট ১৩৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৯টি দেশ—বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপসহ—ন্যূনতম মানদণ্ড পূরণে ব্যর্থ। বাকিদের মধ্যে ৭১টি দেশ ন্যূনতম মানদণ্ড পূর্ণ করেছে। রিপোর্টে বাংলাদেশের জন্য সুপারিশ করা হয়েছে, বছর শেষে আর্থিক প্রতিবেদন যথাসময়ে প্রকাশ করা এবং বাজেট নথি আন্তর্জাতিক স্বীকৃত নীতিমালা অনুযায়ী প্রস্তুত করা। মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, আগের প্রশাসনের জায়গায় অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ...