আজ বিক্ষোভের রয়েছে বিশেষ তাৎপর্য। কারণ ১৯৭২ সালের এই দিনে সাবেক একনায়ক ফার্দিনান্দ মারকোস ফিলিপাইনে সামরিক শাসন জারি করেছিলেন। দীর্ঘ আন্দোলনের পর ১৯৮৯ সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট মারকোসের ছেলে ফার্দিনান্দ ‘বংবং’ মারকোস জুনিয়র। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে আবারও উত্তাল হতে যাচ্ছে ফিলিপাইন। রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকায় রবিবার ( ২১ সেপ্টেম্বর) লাখো মানুষ রাজপথে নেমে আসবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বিশ্বখ্যাত দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জনগণের ক্ষোভ চরমে পৌঁছেছে। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের দাবি, জলবায়ু খাতে নেওয়া প্রকল্প থেকে প্রায় ১৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার-অর্থাৎ প্রায় এক ট্রিলিয়ন ফিলিপাইন পেসো, আত্মসাৎ হয়েছে। এই আন্দোলনের নাম রাখা হয়েছে ‘ট্রিলিয়ন পেসো মার্চ’। আজ বিক্ষোভের রয়েছে বিশেষ তাৎপর্য। কারণ ১৯৭২...