পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৯ জন নেতাকর্মী।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে একটি উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।সদ্য জামায়াতে যোগদানকারীরা হলেন—বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, একই ওয়ার্ডের বিএনপি কর্মী মো. সাহেব আলী, মো. কোরবান আলী, মো. হুমায়ুন কবীর, মো. তোফাজ্জল হোসেন, মো. সুলতান আলী, মো. মনির হোসেন ও মো. আব্দুল মালেক।এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা...