সৌদি প্রো লিগের মঞ্চে আবারও রোমাঞ্চের ঝড় তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। দু’জনের জোড়া গোলের রাতে আল-নাসর ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল আল-রিয়াদকে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আল-আওয়াল পার্ক যেন একেবারেই রঙিন হয়ে উঠেছিল হলুদ জার্সিধারীদের দুরন্ত ফুটবলে। খেলার মাত্র ছয় মিনিটেই আসে প্রথম গোল। বাঁ দিক দিয়ে দৌড়ে উঠে কিংসলে কোমান দারুণ এক নিচু ক্রস বাড়ান। আর ফেলিক্স ঠান্ডা মাথায় বল জালে পাঠান। মুহূর্তেই এগিয়ে যায় আল-নাসর।আরো পড়ুন:মেসির জোড়া গোলে মায়ামির জয়এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল অচেনা ছন্দে পড়ে যায় আল-রিয়াদ। বল নিয়ে বের হতে গিয়েই নিজেদের ভুলে আরও বড় বিপদ ডেকে আনে তারা। মাঝমাঠে পাস কেড়ে নেন কোমান। তারপর দুরন্ত গতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠান জালে।...