২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ এএম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে স্বাগত জানাবেন। দুই নেতার বৈঠক মূলত বাণিজ্য, সামরিক এবং কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। বৈঠকের সময় ট্রাম্প জানিয়েছেন, তারা এরদোগানের সঙ্গে বোয়িং বিমান ক্রয়, গুরুত্বপূর্ণ এফ-১৬ চুক্তি এবং এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আলোচনা চালাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে এই আলোচনাগুলো ইতিবাচকভাবে সমাপ্ত হবে। ট্রাম্পের কথায়, “প্রেসিডেন্ট এরদোগান এবং আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক। আমি ২৫ তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।” এরদোগান হোয়াইট হাউসে সর্বশেষ ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে সফর করেছিলেন। ২০১৭–২১ মেয়াদে তাদের ব্যক্তিগত সম্পর্ক ঘনিষ্ঠ হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় টানাপোড়েনপূর্ণ ছিল। বিশেষ করে সিরিয়ায় কুর্দি...