২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম যুক্তরাষ্ট্রে একটি ভয়াবহ সামরিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেশটির সেনাবাহিনীর চার সদস্য। ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এ ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চারজন সদস্য মারা যান। এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত প্রায় ৯টার দিকে। এমএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। উড্ডয়নের সময় হঠাৎ করেই এর সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভূপাতিত হয়। কেন এটি ঘটেছে, তা এখনো তদন্তাধীন। মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট চারজন সেনা সদস্য ছিলেন। তারা সবাই ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য ছিলেন, যাদের বিশেষায়িত প্রশিক্ষণ ও মিশন পরিচালনার জন্য...