২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আফগানিস্তান যদি যুক্তরাষ্ট্রকে বাগরাম ঘাঁটি ফেরত না দেয়, তবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তিনি বলেন, বাগরাম বিমানঘাঁটি আমরাই তৈরি করেছি। এটা আমাদের ঘাঁটি। আফগানিস্তান যদি এটা ফেরত না দেয়, তাহলে তারা যেন জানে, ভালো কিছু ঘটবে না। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তখনই কাবুলের দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বাগরাম ঘাঁটি নির্মাণ করে তারা। পরবর্তী ২০ বছর এটি মার্কিন সামরিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু ছিল। তবে ২০২১ সালে তালেবান ফের ক্ষমতায় এলে আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি...