২০৩০ সাল নাগাদ বৈশ্বিক ক্যাপসুল হোটেলের বাজার ৪৩০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই বাজারের আকার ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। সিঙ্গাপুরের এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা তরুণ এবং একা ভ্রমণকারীদের কাছে এসব ক্যাপসুল জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নিচ্ছে। স্বয়ংক্রিয় চেক ইন ও চেক আউট, ফেসিয়াল রিকগনিশন এক্সেস এবং স্মার্ট রুম কন্ট্রোলের মতো প্রযুক্তি এক্ষেত্রে সহায়তা করছে। নিজস্ব সৌন্দর্য, শব্দ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আমেজের কারণে সিঙ্গাপুর অনেকের কাছেই এক জনপ্রিয় গন্তব্য। তবে এটি ভ্রমণকারীদের কাছে অন্যতম ব্যয়বহুল শহর। বিশেষ করে ব্যাকপ্যাকারদের বাজেটের বাইরের শহরও বলা যায়। স্ট্যাটিসটার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখানে হোটেল ভাড়া প্রতিরাতে ২২০ মার্কিন ডলার ছিল। আবাসন খরচ বেড়ে যাওয়ায় আতিথেয়তা শিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ীরা তার সুবিধা নিতে চাচ্ছেন। সিঙ্গাপুরের ঐতিহাসিক বোট কোয়ে জেলার একটি ঐতিহ্যবাহী...