আজ শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। একইসঙ্গে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহনের মাধ্যমে দেবীর শুভাগমনের আনুষ্ঠানিক প্রতীক্ষাও শুরু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন মন্দিরে-মণ্ডপে দেবী দুর্গার আগমনী বার্তায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ বইতে শুরু করেছে। পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গার গজে (হাতি) চড়ে আসবেন যা শুভ লক্ষণ আর বিদায় হবে দোলায় (পালকি) যা অশুভ লক্ষণ। দুর্গাপূজার বাজনা বেজে উঠেছে সারাদেশে। দুর্গাপূজার দিন গণনা এই মহালয়ার দিন থেকেই শুরু হয়। জেলাজুড়ে এবার ২২২টি পূজামণ্ডপে শুক্রবার মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। এ সময় পিতৃতর্পণ ও চণ্ডিপাঠের মাধ্যমে দেবীকে আবাহন করেন সনাতন ধর্মের অনুসারীরা। পুণ্যার্থীরা আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজার দিন গণনাও শুরু করেছেন শুভ মহালয়ার মাধ্যমে। মহালয়া উপলক্ষে সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন...