মৃত জুঁই লাউরফতেহপুর ইউনিয়নের আবুল হাসনাতের মেয়ে। ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন তিনি। পরিবার ও স্থানীয়রা জানান, সে দিন পরিবারকে বলে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে ওজোঁ করতে ঘরের পাশে ডোবায় যান, সবাই তখন ঘুমে, সকালে উঠে কলেজে গেছেন ভেবে তেমন খোঁজ করেননি কেউ। সন্ধের পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু কোথাও পাওয়া যায়নি। শনিবার দুপুরে কচুরিপানা তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি লাশ দেখে আঁতকে ওঠেন। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। পরে পুলিশে খরব দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ঈদন বলেন, ডোবাটি নিয়ে বহুদিন ধরে নানা গুজব রয়েছে। অনেকে বলে এখানে জীনের আস্তানা রয়েছে, রাত হলেই আলো জ্বলে, সাদা কাপড়ে মানুষের মতো দেখতে...