সঞ্চয় করার কথা ভাবলেই আমাদের মাথায় দুইটা শব্দ ঘুরে—ডিপিএস (DPS) আর এফডিআর (FDR)। কিন্তু অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না, কোনটা আমাদের জন্য ভালো হবে। চলুন সহজভাবে জানি, ডিপিএস আর এফডিআর কী, এদের মধ্যে পার্থক্য কী, আর আপনি কোনটা বেছে নেবেন আপনার প্রয়োজন বুঝে।ডিপিএস (DPS)ডিপিএস মানে হলো ডিপোজিট পেনশন স্কিম। এটা একটা নিয়মিত মাসিক সঞ্চয়ের মাধ্যম। আপনি প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেন এবং নির্ধারিত সময় পর সেটার ওপর সুদসহ বড় অঙ্কের টাকা ফেরত পান।ডিপিএসের সুবিধা- প্রতি মাসে অল্প টাকা জমা দিয়ে শুরু করা যায়শরীরে বাজে গন্ধ? মুক্তি মিলবে সহজ কিছু অভ্যাসেই- নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠেআরও পড়ুন :ঋণ নেওয়ার আগে যেসব চিন্তাভাবনা জরুরিআরও পড়ুন :ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড অনলাইনেই ডাউনলোড করুন- নির্দিষ্ট মেয়াদ শেষে বড় অঙ্কের...