দেশের ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় ইতোমধ্যেই একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত পাঁচ ইসলামী ব্যাংকগুলো হচ্ছে: ১. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ২. গ্লোবাল ইসলামী ব্যাংক, ৩. ইউনিয়ন ব্যাংক, ৪. সোশ্যাল ইসলামী ব্যাংক ৫. এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে ১ লাখ ৫২ হাজার কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে ঋণের পরিমাণ ছাড়িয়েছে ২ লাখ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের অর্থ প্রায় ৪৬ হাজার কোটি টাকা। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের বদলে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন। ঋণগ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, কিস্তি আগের নিয়মে চালাতে হবে। একীভূত ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় ২...