এবার এশিয়া কাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে হৃদয়ের রান ছিল ৩৫*, ৮ ও ২৬। স্ট্রাইক রেট নিয়ে হয়েছে সমালোচনা। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হৃদয়ের একাদশে জায়গা পাওয়া ঠিক কিনা এ নিয়েও কথা হয়েছে। তবে লঙ্কানদের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে সমালোচনার জবাব দিয়েছেন হৃদয়। ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয় লেখেন, 'চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য এবং রিযিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ টুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে...