বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি এখন সর্বোচ্চ রানের মালিক লিটন দাস। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। সাকিবের রেকর্ড ভাঙতে ১৯ রান প্রয়োজন ছিল লিটনের। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে লিটন করেন ২৩ রান। তাতে লিটনের রান এখন ২৫৫৬। দুইয়ে থাকা সাকিবের রান ২৫৫১। ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে, ১ বল বাকি থাকতে। লঙ্কানদের বিপক্ষে এই জয়ের আত্মবিশ্বাস পরের ম্যাচগুলোতেও কাজে লাগবে বলে জানান লিটন, 'এমন ম্যাচে...